ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
বগুড়ায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ছবি: আরিফ জাহান/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।



শোভাযাত্রাটি শহরের গুরুত্বপ‍ূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে সংগঠনের জেলা শাখার সভাপতি সাইফুজ্জামান টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাসদের জেলা কমিটির আহ্বায়ক কমরেড অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সুরেশ চন্দ্র দাস মনো, শিব শংকর শিবু, সানোয়ার প্রামাণিক বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ন্যায্য মজুরি, মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করে শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। সেই থেকে সংগঠনটি শ্রমিকদের প্রতিটি ন্যায় সঙ্গত দাবিতে সোচ্চার ও বলিষ্ট ভুমিকা পালন করে আসছে।

সমাবেশে বক্তারা শ্রমিকদের স্বার্থবিরোধী সব ধরনের কালা-কানুন বাতিলের দাবি জানিয়ে শ্রমিক ছাটাই নির্যাতন বন্ধ করে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবি জানান।   

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এমবিএইচ/বিএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।