ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কৃষিপণ্যের মূল্য নির্ধারণে কমিশন প্রয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
কৃষিপণ্যের মূল্য নির্ধারণে কমিশন প্রয়োজন ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কৃষিপণ্যের বাজার মূল্য নির্ধারণে খামখেয়ালিপনা বন্ধে জাতীয় মূল্য কমিশন গঠন প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় মূল্য কমিশন গঠনের আবশ্যিকতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।



কর্মজীবী নারী, সিএসআরএল, কৃষি শ্রমিক অধিকার মঞ্চ ও অক্সফাম যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, কৃষি পণ্য উৎপাদন করে কৃষক। সেই পণ্যের মূল্য নির্ধারণে অনেক সময় খামখেয়ালিপনা হয়। এতে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। কৃষি অর্থনীতিকে বাঁচাতে হলে বাজার নজরদারি বাড়ানো প্রয়োজন।

সরকারের পক্ষ থেকে বাজার নজরদারি করা হলেও ঘাটতি থাকে বলেও জানান মন্ত্রী।

সভায় সংসদ সদস্য শিরিন আক্তার, অক্সফাম-এর কমিউনিকেশন অফিসার নুরুল আমিন, ক্ষেতমজুর সমিতির সভাপতি সামছুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।