ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ডিজিটাল মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
লালমনিরহাটে ডিজিটাল মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে জেলা পরিষদ কাম-অডিটোরিয়াম সেন্টারে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।



এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহিদুল ইসলাম।

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়:  ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।