ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্র (১২) বলাৎকারের অভিযোগে ‍মামলা হয়েছে।

উপজেলার উত্তর সুহিলপুর উলুমে শরীয়াহ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক খালিদ সাইফুল্লাহের বিরুদ্ধে হেফজ বিভাগের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সদর মডেল থানায় এ মামলা হয়।



শনিবার (২৩ জানুয়ারি) অসুস্থ অবস্থায় ওই ছাত্রকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। সে সদর উপজেলার বুধল বড়হাটির এলাকার বাসিন্দা।

ওই ছাত্রের মা অভিযোগ করেন, গত ১৮ জানুয়ারি নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে ওই শিক্ষক তার ছেলেকে  বলাৎকার করেন। প্রথমে সে মাদ্রাসার অধ্যক্ষকে ঘটনাটি জানায়।

কিন্তু অধ্যক্ষ শিশুটিকে ব্যথার ওষুধ খাইয়ে ভয় দেখিয়ে তাকে মাদ্রাসা থেকে বের হতে দেয়নি।

পরে গত শুক্রবার ছাত্রটি পালিয়ে উত্তর সুহিলপুর গ্রামে তার নানার বাড়িতে এসে নানীকে বিষয়টি জানায়। এরপর শনিবার ‍তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের শিশু ওয়ার্ডে কর্তব্যরত সেবিকা সাহিদা অাক্তার জানান, সার্জারি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম শিশুটিকে দেখেছেন। তার চিকিৎসায় কমিটি করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান বাংলানিউজকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযোগ পেয়ে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক খালিদ সাইফুল্লাহকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ জয়নাল অাবেদীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।