ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মাদক বিরোধী আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
মেহেরপুরে মাদক বিরোধী আলোচনা সভা

মেহেরপুর: মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস উদযাপন উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে পৌর কলেজ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।



জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজে অধ্যক্ষ একরামুল আযীম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

সেখানে বক্তব্য রাখেন- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক আবুল হোসেন, মেহেরপুর অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান। আলোচনা সভায় কলেজের শিক্ষক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।