ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে শিক্ষকদের সংবাদ সম্মেলন ও সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বরিশালে শিক্ষকদের সংবাদ সম্মেলন ও সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: জাতীয় বেতন কাঠামো কার্যকরসহ  বিভিন্ন দাবিতে  বরিশালে সংবাদ সম্মেলন ও বর্ধিত সভা করেছেন শিক্ষকরা।

শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় শিক্ষক  কর্মচারী ফ্রন্ট বরিশাল শাখা নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।



সংবাদ সম্মেলনে ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকরের দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় যুগ্ম আহ্বায়ক  মজিবর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন প্রমুখ।

এদিকে, বেতন কাঠামো বাস্তবায়ন, বকেয়া বেতন প্রদান, নন এমপিও শিক্ষক-কর্মচারীদের এপিওভুক্ত করাসহ বিভিন্ন দাবিতে কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বর্ধিত সভা করেছে।

কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যক্ষ তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন।

আরো বক্তব্য রাখেন, সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বরিশাল আঞ্চলিক কমিটির সহ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ আনিচুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।