ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে অটোরিকশার ‍চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বদরগঞ্জে অটোরিকশার ‍চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

রংপুর: রংপুরের বদরগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আসরিফা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর জাম্বুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।



শিশুটি উপজেলার কালুপাড়া ইউপির গুটিরডাঙ্গা ভাটিয়াপাড়া গ্রামের ওয়াসিম আলির মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি তার খালু শাহ আলমের অটোরিকশায় করে বৈরামপুর হতে গুটিরডাঙ্গা যাচ্ছিল। পথে জাম্বুর মোড়ে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
 
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নূরুল ইসলাম মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।