ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে চাঁদা ‍না দেওয়ায় বন্ধ যমুনার তীর সংরক্ষণ কাজ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ধুনটে চাঁদা ‍না দেওয়ায় বন্ধ যমুনার তীর সংরক্ষণ কাজ

ধুনট (বগুড়া): ঠিকাদারের কাছে চাঁদা চেয়ে না পাওয়ায় বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে ওই ঠিকাদারের প্রকল্প ব্যবস্থাপক মাসুম রব্বানী বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি জানান, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থায়নে প্রায় ছয় মাস আগে ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নের বরইতলি ঘাট এলাকায় ৪০০ মিটার দৈর্ঘ্য যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। দরপত্র আহব্বানের মাধ্যমে বগুড়ার ফুলবাড়ি এলাকার শাহরিয়ার কনস্ট্রাকশন প্রকল্পের কাজ পায়। আগামী এপ্রিল মাসের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা।

১৯ জানুয়ারি ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সালেহ স্বপন ও তার লোকজন ঠিকাদারের প্রকল্প ব্যবস্থাপক মাসুম রব্বানীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় ছাত্রলীগ নেতা আবু সালেহ শুক্রবার দুপুরে প্রকল্পের কাজ বন্ধ করে দেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপন বলেন, ঠিকাদারের কাছে চাঁদা চাওয়া হয়নি। তবে শহড়াবাড়ি ঘাট থেকে সিসি ব্লকগুলো পরিবহনের কাজ চাওয়া হয়েছে। দলের কর্মীদের খরচ চালাতে প্রকল্পের কাজ করে অর্থ আয়ের চেষ্টা করেছি। ঠিকাদার কাজ না দেওয়ায় তার সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। কিন্ত প্রকল্পের কাজ কেন বন্ধ রাখা হয়েছে তা আমার জানা নেই।

বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন জানান, প্রকল্প এলাকায় এ ধরনের সমস্যা ঠিকাদার জানিয়েছিলেন। কিন্ত বিষয়টি স্থানীয়ভাবে সমঝোতার কথা ছিল।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে প্রকল্পের কাজ বন্ধ রাখার বিষয়টি কেউ অবহিত করেনি। তারপরও খোঁজ নিয়ে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।