ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিদেশি পিস্তলসহ আব্দুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।



আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রসূলপুর শেখতলা গ্রামের নাজিমুদ্দিন শেখের ছেলে।

রাজশাহী জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রহুল আমিন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নাহার নামে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে আব্দুর রহমানের কোমর থেকে ১টি ইউএসএ তৈরি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ডিবি পুলিশ।

আব্দুর রহমানের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রোববার (২৪ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে, জানান গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরাদ খাঁন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।