ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাঘের শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপট

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
মাঘের শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপট ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাঘের মাঝামাঝি সময় চলছে। শীত যেন আরও জেঁকে বসেছে এবার।

এই শীতের সঙ্গে রোববার (২৪ জানুয়ারি) সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো রাজধানী। ৪ ফুট দূর দেখতেও বেশ বেগ পোহাতে হচ্ছে।

এবারের শীত রাজধানীকেও রেহাই দেয়নি। তাইতো ইট-পাথরের এ শহরেও এবার কুয়াশার দাপট। বেশ সমীহ করতে হচ্ছে সূর্যকেও। প্রতিদিন হয়তো নিজেকে মেলে ধরার সুযোগও পাচ্ছে না সূর্য।

ইন্টারনেটের বিশ্ব তাপমাত্রার ওয়েবসাইটে দেখাচ্ছে, ঢাকার তাপমাত্রা এখন মাত্র ১০ ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে শুধু কুয়াশা নয়, ঠাণ্ডার বাড়াবাড়িও রয়েছে।

শীতের ভারী কাপড় পরেই স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। কিন্তু হাতের কব্জিতে কোনো আবরণ না থাক‍ায় কাপঁছে হাত। কাঁপা হাতে মায়ের হাত ধরে ছুটছে শিক্ষার্থীরা।

কুয়াশার এ বৈরীভাবে শৈত্যপ্রবাহ এই মুহূর্তে কিছুটা কম। যে উত্তুরের বাতাস রাতে ছিল, এখন কুয়াশায় সেটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

দফায় দফায় ‍আকাশ নিঙড়ানো বৃষ্টি আর হিমালয় ছুঁয়ে ‍আসা উত্তুরে হাওয়া হাড়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে সারাদেশে। এই কাঁপন চলতি সপ্তাহে আরও বাড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

পূর্বাভাসে আরও বলা হচ্ছে, চলতি সপ্তাহজুড়েই থাকবে শীতের দাপট। রোববার সকাল থেকেই তাপমাত্রা আরও কমতে শুরু করেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই তাপমাত্রা ১০ ডিগ্রি, এমনকি ৮ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যেতে পারে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এমএন/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।