ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর শোক

সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই আলতাফ মাহমুদ

ঢাকা: সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ আর নেই।

রোববার (২৪ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভুইয়া বিষয়টি বাংলানিউজকে জানান।

সেখানে গত ১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ। এরপর ২১ জানুয়ারি সকালে তার স্পাইনাল কডের (মেরুদণ্ডের হাড়) অপারেশন করা হয়। অপারেশনের পরপরই আইসিইউতে নেওয়া হয় আলতাফ মাহমুদকে। পোস্ট অপারেটিভ জটিলতায় তিনি ইন্তেকাল করেন।

হাসপাতালে অপর সাংবাদিকত নেতা মনজুরুল আহসান বুলবুলও আলতাফ মাহমুদের মৃৃত্যুর খবর সাংবাদিকদের জানান।

প্রধানমন্ত্রীর শোক
এদিকে, আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলানিউজকে বলেন, মৃত্যুর খবর পাওয়ার পর গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এমএম/এমআইএইচ/এজেডএস/এইচএ/এসএইচ/এমএমকে

** ডিআরইউতে আলতাফ মাহমুদের জানাজা সম্পন্ন, মরদেহ যাচ্ছে প্রেসক্লাবে
** আলতাবের মৃত্যু সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি
** সাংবাদিক আলতাফ মাহমুদের অবস্থা ভীষণ সংকটাপন্ন
** জ্ঞান ফিরেছে সাংবাদিক আলতাফ মাহমুদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।