ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবে আলতাফ মাহমুদের জানাজা সম্পন্ন

সিনিয়র স্পেশাল করেসডন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
প্রেসক্লাবে আলতাফ মাহমুদের জানাজা সম্পন্ন ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রেসক্লাব থেকে: সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ জানাজা সম্পন্ন হয়।



এতে অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রেলমন্ত্রী মুজিবুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব গোলাম মর্তুজা, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

আরও অংশ নেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, দৈনিক সমকাল সম্পাদক  গোলাম সারওয়ার, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্ট‍ু, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুকসহ বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

জানাজার পর মরহুমকে শেষবারের মতো দেখে নেন আগত শুভানুধ্যায়ী ও সহকর্মীরা। এসময় তাকে শেষশ্রদ্ধাও জানান তারা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনও ‍আলতাফ মাহমুদের মরদেহে শেষশ্রদ্ধা জানান।

এর আগে, বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মরহুমের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। সেখানে অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এটিএন বাংলার এডিটর ইন চিফ ও সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, যমুনা টিভির হেড অব নিউজ জাকারিয়া কাজল, ডিউজের সাবেক সভাপতি আবদুল জলিল ভূইয়া, ডিআরইউর সভাপতি জামালউদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৬২ বছর বয়সী আলতাফ মাহমুদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজার পর মরহুমের মরদেহ তার ঢাকার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে মরহুমের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া ইউনিয়নের গাজীবাড়িতে। গাজীবাড়িতে বাবার কবরের পাশেই চিরসমাহিত করা হবে আলতাফ মাহমুদকে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬/আপডেট ১২৫১ ঘণ্টা
এমএম/ এইচএ

**  নির্ভীক ও নিলোর্ভ সাংবাদিকের প্রতিমূর্তি আলতাফ মাহমুদ
** আলতাফ মাহমুদের মৃত্যুতে ৩ দিনের শোক
** আলতাফ মাহমুদকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেষশ্রদ্ধা
** ডিআরইউতে আলতাফ মাহমুদের জানাজা সম্পন্ন, মরদেহ যাচ্ছে প্রেসক্লাবে
** সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই
** সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই
** সাংবাদিক আলতাফ মাহমুদের অবস্থা ভীষণ সংকটাপন্ন
** জ্ঞান ফিরেছে সাংবাদিক আলতাফ মাহমুদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।