ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে আজহার হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় বেনাপোল স্থলবন্দরের ২ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।



আজহার হোসেন বেনাপোল পোর্টথানার ঘিবা গ্রামের আব্দুল  হামিদের ছেলে।

নিহত ব্যক্তির ছোট ভাই নওসের বাংলানিউজকে জানান, তার ভাই বেনাপোল চেকপোস্টে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান তাজ স্টোর থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বেনাপোল বাজারের দিকে যাচ্ছিল। এসময় যশোর থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাথা ফেটে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নূর আলম বাংলানিউজকে বলেন, বিষয়টি তারা লোখমুখে শুনেছেন। এখনো পর্যন্ত এব্যাপারে কেউ অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।