ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাগমারা সড়কের দুর্ভোগ লাঘবে উদ্যোগ

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বাগমারা সড়কের দুর্ভোগ লাঘবে উদ্যোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে খুলনা মহানগরীর বাগমারার প্রধান সড়কটি। দীর্ঘ আট বছর পর রাস্তাটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

অচিরেই কাজ শুরু হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দীর্ঘদিন এ সড়কটি সংস্কার না হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিলো। রাস্তার কার্পেটিং উঠে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলেরও অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। রিকশা কিংবা কোনো যানবাহন এ রোডে যাত্রী নিয়ে যেতে অনিহা প্রকাশ করতো। ফলে চরম দুর্ভোগে বছরের পর বছর দিনাতিপাত করেছে এ এলাকার সাধারণ মানুষ।

খুলনা সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গফফারের মোড় থেকে বাগমারা ব্রিজ পর্যন্ত বাগমারা প্রধান সড়ক। সম্প্রতি কেসিসি বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের জন্য ১ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

কেসিসির ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে এম হুমায়ুন কবীর বুধবার (২৭ জানুয়ারি) বাংলানিউজকে বলেন, ৭-৮ বছর আগে এ সড়কের কার্পেটিং করা হয়েছিলো। এরপর আর সংস্কার করা হয়নি। তবে আমি দায়িত্ব গ্রহণের পর যেসব জায়গা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো, সেসব জায়গায় ইট-বালু ফেলে কিছুটা চলাচলের উপযোগী করেছি।

হুমায়ুন কবীর জানান, সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে প্রতিদিন মানুষের গালমন্দ শোনা লাগতো। সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হওয়ায় এবার হয়তো তার অবসান হবে।

টেন্ডার প্রক্রিয়ার কাজ শেষ হলে অচিরেই এ সড়কে ১ কোটি ৯০ লাখ টাকার সংস্কার কাজ হবে বলে জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম নগরীর এ সড়কটির প্রায় সব রাস্তার কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। মাটির সঙ্গে একাকার হয়ে গেছে ইটগুলোও। অনেক জায়গায় এখন বোঝার কোনো উপায় নেই এখানে কোনো পাকা রাস্তা ছিলো।

বাগমারা এলাকার বাসিন্দা আবুল হোসেন বাংলানিউজকে বলেন, বৃষ্টির দিনে এ সড়ক যেমন চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে, তেমনি শুকনো মৌসুমেও চলাচল করতে কষ্ট হয়। রাস্তাটি সংস্কার হলে আমাদের দীর্ঘদিনের এ ভোগান্তির অবসান হবে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।