ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে মেছো বাঘ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
পঞ্চগড়ে মেছো বাঘ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের টিটিহি পাড়া থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে ওই এলাকার নকিবুল ইসলামের বাড়ি থেকে মেছো বাঘটি উদ্ধার করেন পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তারা।



স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মেছো বাঘটি টিটিহি পাড়ায় পঞ্চগড়-বাংলাবান্ধা সড়ক পার হচ্ছিল। এসময় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার মোবারক হোসেন নামে এক ব্যক্তির  মোটরসাইকেলের ধাক্কায় মেছো বাঘটি পাশে ছিটকে পড়ে আহত হয়।

পরে স্থানীয় লোকজন আহত মেছো বাঘটিকে উদ্ধার করে ওই এলাকার নকিবুলের বাড়িতে বেঁধে রাখে। খবর পেয়ে বুধবার দুপুরে বন বিভাগ পঞ্চগড় রেঞ্জের কর্মকর্তারা উপজেলার সাতমেরা ইউনিয়ন পাষিদের চেয়ারম্যান এনামুল হক প্রধানকে সঙ্গে নিয়ে মেছো বাঘটি উদ্ধার করেন।

বন বিভাগ পঞ্চগড় রেঞ্জের সদর উপজেলা বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল বাংলানিউজকে জানান, আহত হওয়ায় মেছো বাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

এটির বয়স পাঁচ/ছয় বছর হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।