ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

নাটোর: নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় মনির হোসেন (৩২) নামে মোটরসাইকেল এক আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন।
 
বুধবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটনা।

নিহত মনির সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নাটোর-বগুড়া মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের আরোহী মনির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়।

এ সময় অপর এ আরোহী গুরুতর আহত হন। তাকে  নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী হারুনর রশিদ বলেন, খবর পেয়ে নাটোর থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।