ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘দুর্নীতির কারণে দুদকের প্রাতিষ্ঠানিক টিম বিলুপ্ত করা হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
‘দুর্নীতির কারণে দুদকের প্রাতিষ্ঠানিক টিম বিলুপ্ত করা হয়েছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্নীতি প্রতিরোধের জন্য সরকারি বিভিন্ন সেক্টরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাতিষ্ঠানিক টিম ছিলো। দীর্ঘদিন ধরে ওইসব সেক্টরে কাজ করতে গিয়ে কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।

এ কারণে দুদকের প্রাতিষ্ঠানিক টিম বিলুপ্ত করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজউকের উপর গণশুনানিতে বিশেষ অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু এমন মন্তব্য করেন।

রাজউকের বিভিন্ন কার্যক্রমে হয়রানির শিকার ভুক্তভোগীদের নিয়ে দুদক এ গণশুনানির আয়োজন করে।
 
সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘সাধারণ মানুষের ধারণা রয়েছে, রাজউকে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হতে হয়। এটা অনেকটাই সত্যি। ’

তিনি বলেন, ‘রাজউক, সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি দূর করতে প্রাতিষ্ঠানিক টিম গঠন করে দুদক। কিন্তু দেখা যায়, অনেক ক্ষেত্রে দুর্নীতি দূর করার পরিবর্তে টিমগুলো দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তাই আমরা টিমগুলো বিলুপ্ত করি। প্রাতিষ্ঠানিক টিমগুলো বিলুপ্ত করার পর গণশুনানি করার সিদ্ধান্ত নেই। ’
 
দুদকের এ কমিশনার বলেন, ‘মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে ও মানুষ যাতে সেবা পেতে পারে সে জন্যই গণশুনানি করছে দুদক। ’

এর আগে বুধবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলুন ওড়ানোর পর গণশুনানি কার্যক্রমের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। এরপর শান্তির পায়রা ওড়ান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
 
এ সময় উপস্থিত ছিলেন দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু ও ড. নাসিরউদ্দীন আহমেদ, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, দুদক মহাপরিচালক জিয়াউদ্দীন আহমেদ, মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, ঢাকা বিভাগীয় পরিচালক মো. নাসিম আনোয়ারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এডিএ/জেডএস

** ‘পরিত্যক্ত জায়গায় সরকারি চাকরিজীবীদের ফ্ল্যাট দেবে রাজউক’
** রাজউকের সেবা বঞ্চিতদের নিয়ে দুদকের গণশুনানি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।