ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা পৌরসভা

নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: দায়িত্বভার গ্রহণ করেছেন সাতক্ষীরা পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা পৌরসভার সদ্য সাবেক মেয়র এমএ জলিল নবনির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।



এ উপলক্ষে পৌরসভার হলরুলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতিসহ কাউন্সিলরদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সদ্য সাবেক মেয়র এমএ জলিল ও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত শেখ আহজার হোসেন।

বক্তব্যে তারা দু’জনেই নবনির্বাচিত মেয়রের সফলতা কামনা করেন।

এ সময় নবনির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতি তাদের আশির্বাদ কামনা করেন।

অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।