ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কেপিপিএল’র আমদানি করা পণ্য ১৫ দিনের মধ্যে খালাসের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
কেপিপিএল’র আমদানি করা পণ্য ১৫ দিনের মধ্যে খালাসের নির্দেশ ছবি: প্রতীকী

ঢাকা: বন্দরে আটকে থাকা ১৮টি এলসির মাধ্যমে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (কেপিপিএল) আমদানি করা পণ্য ১৫ দিনের মধ্যে খালাসের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কেপিপিএল-এর এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (২৭ জানুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।



এছাড়াও কেপিপিএল-এর বন্ড লাইসেন্স ও লক বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর) স্থগিতের আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

মংলা কাস্টমস হাউজ ২০১৫ সালের ২৬ আগস্ট কোনো কারণ দর্শানো ছাড়াই কেপিপিএল’র বন্ড লাইসেন্স ও বিন লক স্থগিত করে আমদানি পণ্য খালাসও বন্ধ করে দেয়।

কাস্টমস হাউজের এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন কেপিপিএল’র চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন।

হাইকোর্ট আমজাদ হোসেনের রিট আবেদনের শুনানি নিয়ে একই বছরের ৩০ নভেম্বর রুল জারি করেন।

বুধবার হাইকোর্ট রুলের ওপর চূড়ান্ত রায় দেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।