ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব

ছবি এঁকে প্রতিবাদ জানাবে চারুকলা শিল্পীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ছবি এঁকে প্রতিবাদ জানাবে চারুকলা শিল্পীরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরে সুরসম্রাট ওস্তাদ অালাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণসহ কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছবি এঁকে প্রতিবাদ জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার একদল শিল্পী।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে ওস্তাদ অালাউদ্দিন খাঁ  সঙ্গীতাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী ‘অার্টিস্ট ক্যাম্প’ পরিদর্শনে এসে চারুকলার শিল্পী অাব্দুল মান্নানের নেতৃত্বে ১২ জনের একটি দল এ কথা জানান।



শিল্পকলা একাডেমি আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এ সময় ওস্তাদ অালাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণের সম্পাদক কবি অাব্দুল মান্নান সরকার, জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অাল মামুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

কবি অাব্দুল মান্নান সরকার বাংলানিউজকে জানান,  চারুকলা শিল্পীদের দলটি ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে অবস্থান করছেন। বিকেল ৪টার পর থেকে তারা ছবি অাঁকা শুরু করবেন। বৃহস্পতিবারও তারা ছবি অাঁকবেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।