ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের কুইজের উত্তর দাও, পুরস্কার জিতে নাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বাংলানিউজের কুইজের উত্তর দাও, পুরস্কার জিতে নাও

খুলনা: বাংলানিউজের কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ নিতে পারবে খুলনার অষ্টম, নবম ও দশম শ্রেণির যেকোনো শিক্ষার্থী।
 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৬ উপলক্ষে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের খুলনা অফিসের আয়োজনে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।



আগামী ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত বিনামূল্যে কুইজ ফরম পাওয়া যাবে- ৬১/৩ খানজাহান আলী রোড, মর্ডান ফার্নিচার মোড় বাংলানিউজ খুলনা অফিসে। আর ৬ ফেব্রুয়ারির (শনিবার) মধ্যে খুলনার অফিসে কুইজের ফরম পূরণ করে জমা দিতে হবে।

খুলনা আইটি ও আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের খুলনা শাখার সৌজন্যে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে নগরীর মডেল মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে। পুরস্কার বিজয়ীদের নাম ও ছবি প্রকাশিত হবে দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজে।

প্রয়োজনে যেকোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন– ০১৭১০-৩১২৭৬০ ও ০১৭৭৮-৩২৫২৩৪ নম্বরে।
 
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এমআরএম/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।