ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নয়া নৌবাহিনী প্রধান র‌্যাংক ব্যাজে ভূষিত

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
নয়া নৌবাহিনী প্রধান র‌্যাংক ব্যাজে ভূষিত ছবি: সংগৃহীত

ঢাকা: র‌্যাংক ব্যাজে ভূষিত হলেন নৌবাহিনীর নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

বুধবার (২৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার উপস্থিতিতে নৌবাহিনী প্রধানকে এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার।



পরে নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

গত ২১ জানুয়ারি নিজামউদ্দিন আহমেদকে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বিদায়ী প্রধান অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের স্থলাভিষিক্ত হয়েছেন।

নিজামউদ্দিন আহমেদ ২০১৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত তিন বছর মেয়াদে নৌবাহিনী প্রধান পদে দায়িত্ব পালন করবেন। তিনি সর্বশেষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন।

এদিকে, এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম ফরিদ হাবিব।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এইচএ/এমএমকে

** নতুন নৌ-বাহিনী প্রধান নিজামউদ্দিন আহমেদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।