ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে ৭১২ জেলে পেলেন পরিচয়পত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
রামগঞ্জে ৭১২ জেলে পেলেন পরিচয়পত্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৭১২ জন জেলের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনাতনে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা শেষে তাদের পরিচয়পত্র দেওয়া হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের স্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক আবদুর রাজ্জাক, জেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্যা, রামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, শিউলি আক্তার সুরাইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইউসুফ মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।