ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার পাবনার আব্দুস সালাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার পাবনার আব্দুস সালাম

পাবনা: প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে দেশের শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।

‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬’তে বুধবার (২৭ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাজরীন নাহার এক চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।



পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, পাবনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালামকে ২০১৫ সালের দেশের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি সকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এই পুরস্কার তুলে দেবেন।

এদিকে, এ খবরে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মিষ্টিমুখ করেছেন।

এরআগে আব্দুস সালাম বগুড়া জেলার এটুআই প্রকল্প থেকে ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ অফিসারের পদক লাভ করেন।

আব্দুস সালাম নাটোরের সিংড়া উপজেলার দাহিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি পাবনা জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন।

দেশের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, জাতীয়ভাবে কোনো পুরস্কার পাওয়া গর্বের বিষয়। এতে কাজের প্রতি আরো দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেল।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।