ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সততাই শক্তি, সততাই সাহস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
সততাই শক্তি, সততাই সাহস

জাতীয় সংসদ ভবন থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার জীবনের রাজনীতির একটাই লক্ষ্য, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন। সততাই শক্তি, সততাই সাহস।

আমার সাহস-শক্তি সবই আমার বাবা-মা’র অনুপ্রেরণা থেকে এসেছে। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন।
 
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, আমি রাজনীতি করি, কিছু পাওয়ার জন্য না। ছেলে-মেয়েদের বলেছি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হও, কারণ সেটাই একমাত্র সম্পদ। ছেলে-মেয়েদের কী হবে, আমার কী হবে সেটা আমার লক্ষ্য না। আমার লক্ষ্য- দেশের মানুষের জন্য কী দিয়ে গেলাম। তাই দেশের মানুষই আমার শক্তি, দেশের মানুষই আমার সাহস।
 
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।