ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে প্রবীণ হিতৈষী সংঘের শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বান্দরবানে প্রবীণ হিতৈষী সংঘের শীতবস্ত্র বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে দরিদ্র ও অসহায় প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রবীণ হিতৈষী সংঘ।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে শহরের পুরাতন কোর্ট বিল্ডিং চত্বরে জেলা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।



এ সময় জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মো. বাদশা মিঞা মাস্টারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মো. নুরুল আবছার, জেলা প্রবীণ হিতৈষী সংঘের সহ সভাপতি মো. ইছাহক ও ক্য সুই প্রু মার্মা প্রমুখ।

এ সময় জেলার দুই শতাধিক অসহায় ও অস্বচ্ছল প্রবীণদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।