ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গ্যাস সংকট কাটাবার চেষ্টা করে যাচ্ছি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
গ্যাস সংকট কাটাবার চেষ্টা করে যাচ্ছি সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় সংসদ ভবন থেকে: চলমান গ্যাস সংকট বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকগুলো নতুন কূপ খনন করেছি। বাপেক্সকে আমরা শক্তিশালী করেছি।

গ্যাস অনুসন্ধানও চলছে। কিন্তু তারপরও সংকট যে কিছু নেই তা বলবো না। সংকট আছে, এই সংকট দূর করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, রান্নার কাজে ব্যবহারের জন্য রয়েছে এলপিজি গ্যাস, সিলিন্ডার। এর ওপর থেকে ট্যাক্স তুলে দেওয়া হয়েছে। বিনিয়োগকারী যাতে আসেন তার ব্যবস্থাও আমরা নিচ্ছি। সংকট কাটাবার চেষ্টা আমরা করে যাচ্ছি।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন-উত্তরকালে বিরোধীদল জাতীয় পার্টির চট্টগ্রামের সংসদ সদস্য (এমপি) জিয়াউদ্দিন আহমেদ বাবলুর এ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, শীতকালে গ্যাস জমে যায়, তাছাড়া শীতকালে গ্যাসের ব্যবহারটাও একটু বেড়ে যায়। আমাদের মনে রাখতে হবে গ্যাস প্রকৃতিক সম্পদ, এর একটা সীমাবদ্ধতা আছে। সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য ব্লক চিহ্নিত করেছি। টেন্ডার দেওয়া হয়েছে। আমরা কিন্তু বসে নেই। অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু এ বিষয়ে গুরুত্ব দেননি। গ্যাসের সমস্যা সমাধানে যথেষ্ট পদক্ষেপ নেওয়ার পরও কিছু সমস্যা আছে। আশা করি এলএমজি টার্মিনাল হয়ে গেলে এই সমস্যা অনেকটা দূর হবে।
 
প্রধানমন্ত্রী বলেন, আমরা কিন্তু সরকারে আসার পর গ্যাসের উৎপাদন অনেক বৃদ্ধি করেছি। বৃদ্ধি করলেও যেহেতু উন্নয়ন হচ্ছে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এর বিকল্প হিসেবে আমরা এলএমজি আমদানি করার ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে এলএমজির টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণ করার পর বাইরে থেকে যদি আমরা গ্যাস আনতে পারি, হয়ত বা আমরা এই সমস্যার সমাধান করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএম/আইএ

** দেশের উন্নয়নের ৯০ শতাংশ এখন নিজস্ব অর্থায়নে
** সততাই শক্তি, সততাই সাহস
** অন্যায়কে প্রশ্রয় দেবেন না, পুলিশকে প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।