ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কমিউনিটি সভা

মোহনপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
মোহনপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের উদ্যোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে ফলোআপ কমিউনিটি সভায় স্থানীয়ভাবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর পরিচালনায় প্রডিজি কর্মসূচির আওতায় উপজেলা পারিষদ ভবনে বুধবার (২৭ জানুয়ারি) দুপুর এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রডিজি কর্মসূচির প্রশিক্ষিত মৌগাছি ও বাকশিমইল কমিউনিটির ৭২ জন স্বেচ্ছাব্রতী ইয়ুথ লিডার অংশ নেন। পূর্বে গ্রহণ করা প্রশিক্ষণে গৃহীত পরিকল্পনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য করণীয় নির্ধারণ ও পরবর্তী মাসের মাসিক কর্মপরিকল্পনা প্রণয়ন করেন অংশগ্রহণকারীরা।

এসময় মৌগাছি ইউপির চেয়ারম্যান আবুল হোসেন খান ও সচিব রাশেদুল ইসলাম উপস্থিত থেকে প্রডিজি লিডারদের কার্যক্রম সম্পর্কে আরো সুস্পস্ট ধারণা নেন।

মোহনপুর উপজেলার ৩টি কমিউনিটি মৌগাছি, জাহানাবাদ ও বাকশিমইল ইউনিয়নে পরিচালিত টেকসই সামাজিক সম্প্রীতি, তথ্য অধিকার আইন এবং জনঅংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে কার্যকর ইউপি গড়ে তুলতে ওয়ার্ডসভা, নারীর প্রতি সকল সহিংসতা প্রতিরোধ ছাড়াও প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।

সভা পরিচালনা করেন প্রডিজি কর্মসূচির প্রোগ্রাম অফিসার মাসুম রাসেল ও ইসরাফিল হোসেন। এতে আরও অংশ নেন প্রডিজি কর্মসূচির ফিল্ড কোঅর্ডিনেটর (মনিটরিং ও অপারেশন্স) সুব্রত কুমার পাল।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।