ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
যশোরে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোর: যশোরে কমলেশ রায় (২০) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের বেজপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কমলেশ যশোর সরকারি এমএম কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ও মণিরামপুর উপজেলার বয়ারখোলা গ্রামের গোবিন্দ রায়ের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বাংলানিউজকে বলেন, নিহত কমলেশের উচ্চতার চেয়ে গাছের উচ্চতা কম। কিন্তু মরদেহটি গাছে ঝুলন্ত ও গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। এ কারণে মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
নিহতের কাকাতো ভাই পলাশ রায় বাংলানিউজকে বলেন, যশোর শহরের বেজপাড়া কবরস্থান রোডের একটি মেসে থাকতেন কমলেশ। ওই মেসের পার্শ্ববর্তী একটি ছোট কামরাঙা গাছ থেকে তার গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়। গলায় ফাঁস দেওয়া থাকলেও মরদেহটি বসা অবস্থায় ছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।