ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দোয়া-মাহফিলে আলতাফ মাহমুদকে স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
দোয়া-মাহফিলে আলতাফ মাহমুদকে স্মরণ ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দোয়া, মাহফিলের মধ্য দিয়ে সাংবাদিক নেতা আলতাফ মাহমুদকে স্মরণ করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মিডিয়া কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিফইউজে) এক অংশ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।



দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সম্পাদক শাহজাহান মিয়া, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান শাহ আলমগীর, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিফইউজে) মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আলতাফ মাহমুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসজেএ/আরইউ/এটি

** গ্রামের পথে আলতাফ মাহমুদের অন্তিম যাত্রা
** আলতাফ মাহমুদের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক
** আলতাফ মাহমুদের মৃত্যুতে রাজশাহীতে ৩ দিনের শোক কর্মসূচি
** আলতাফ মাহমুদের মৃত্যুতে বিএসএমএমইউ উপাচার্যের শোক
** প্রেসক্লাবে আলতাফ মাহমুদের জানাজা সম্পন্ন
**  নির্ভীক ও নিলোর্ভ সাংবাদিকের প্রতিমূর্তি আলতাফ মাহমুদ
** আলতাফ মাহমুদের মৃত্যুতে ৩ দিনের শোক
** আলতাফ মাহমুদকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেষশ্রদ্ধা
** ডিআরইউতে আলতাফ মাহমুদের জানাজা সম্পন্ন, মরদেহ যাচ্ছে প্রেসক্লাবে
** সাংবাদিক আলতাফ মাহমুদ আর নেই
** সাংবাদিক আলতাফ মাহমুদের অবস্থা সংকটাপন্ন
** জ্ঞান ফিরেছে সাংবাদিক আলতাফ মাহমুদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।