ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে মানবপাচারের অভিযোগে একব্যক্তি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
দৌলতপুরে মানবপাচারের অভিযোগে একব্যক্তি আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকা থেকে মানবপাচারের অভিযোগে মোন্নাফ আলী সরকার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়।

তিনি ওই এলাকার মোবারক সরকারের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) নাজমুল নিশাত বাংলানিউজকে জানান, উপজেলার বাচামারা এলাকার এক নারীকে (৩৮) দুবাইয়ে ভালো চাকরির  কথা বলে আট মাস আগে বিদেশে পাঠান মোন্নাফ। কিন্তু সেখানে তাকে এক নিষিদ্ধপল্লীতে বিক্রি করা হয় বলে তিনি তার বাবাকে মোবাইল ফোনে জানান।

এরপর ওই নারীর বাবা পুলিশে অভিযোগ করলে বুধবার মোন্নাফকে আটক করা হয় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।