ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ ছিনতাইকারী অাটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ ছিনতাইকারী অাটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় শহরের লাখী বাজার এলাকা থেকে বিদেশি পিস্তলসহ নাঈম হোসাইন (২২) নামে এক ছিনতাইকারীকে অাটক করেছে পুলিশ। এসময় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।



বুধবার (২৭ জানুয়ারি) দুপুর অাড়াইটার দিকে তাকে অাটক করা হয়।

অাটক নাঈম পাশের জেলা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার চিমিরকোট এলাকার অাব্দুল মালেকের ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারপাড়ায় বসবাস করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, দুপুরে লাখী বাজার এলাকায় তিনটি মোটরসাইকেলে করে এসে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন নাঈম ও তার তিন সহযোগী। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পিস্তলসহ নাঈমকে অাটক করে। তবে  এসময় তার তিন সহযোগী মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, পরে ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে অাসা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।