ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জুলাইতে উৎপাদনে যাচ্ছে শাহজালাল সার কারখানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
জুলাইতে উৎপাদনে যাচ্ছে শাহজালাল সার কারখানা

জাতীয় সংসদ ভবন থেকে: চলতি বছরের জুলাইতে সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত নতুন শাহজালাল সার কারখানা উৎপাদনে যাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরকালে সরকার দলীয় সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ তথ্য জানান।


 
মন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত নতুন শাহজালাল সার কারখানা উৎপাদনে যাচ্ছে। এ সার কারখানায় দৈনিক ১৭৬০ মেট্রিকটন গ্রানুলার ইউরিয়া সার উৎপাদিত হবে।
 
জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের (কুড়িগ্রাম-৩) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে সব ধরনের জুতার চাহিদা ২৫ কোটি জোড়া। উৎপাদিত হচ্ছে ২০ কোটি জোড়া। চাহিদা ও উৎপাদনের পার্থক্য হলো ৫ কোটি জোড়া। দেশে উৎপাদিত জুতার চাহিদা মিটানো যাচ্ছে না।
 
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।