ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ৬ জেলে আটক, ৮ মণ জাটকা জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বঙ্গোপসাগরে ৬ জেলে আটক, ৮ মণ জাটকা জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের পক্ষীদিয়ার চরে মাছ ধরার সময় ৬ জেলেকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) তাদের আটক করে কোস্টগার্ডের টহল দল।

এ সময় ১৫টি বিহুন্দী জাল ও ৮ মণ জাটকা জব্দ করা হয়।

পরে ৬ জেলেকে পাথরঘাটা আনার পর নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাদের সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেন।

এরপর ১৫টি বিহুন্দী জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া জব্দকৃত জাটকা স্থানীয় গরিবদের মধ্যে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের লে. সৈয়দ আবদুর রউফ বাংলানিউজকে জানান, নিয়মিত টহলের সময় কোস্টগার্ড উপজেলার রুহিতা গ্রামের রশিদ মোল্লার ছেলে মো. খলিল মোল্লা ও জলিল মোল্লা, আজিজ মোল্লার ছেলে মো. আলমঙ্গীর মোল্লা, একই গ্রামের মো. সুলতান মোল্লার ছেলে মো. রহিম মোল্লা, মো. হাবিবের ছেলে মো. হানিফ ও আ. সোবহানের ছেলে মো. মিলনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।