ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
দিনাজপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

দিনাজপুর: দিনাজপুরে ধর্ষণ মামলায় মোস্তাফিজুর রহমান শাহীন (৩৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতার-উল আলম এ রায় দেন।



এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার ৫ আসামিকে খালাস দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত শাহীন জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী স্কুলপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

দিনাজপুর পুলিশের কোর্ট পরিদর্শক আবু সাঈদ আহমেদ বাংলানিউজকে জানান, শাহীনকে রাতে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দিনাজপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) দেলোয়ার হোসেন জানান, ২০১০ সালের ২৫ মে শাহীনসহ ৬ জনের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় ধর্ষণ মামলা করেন ভিকটিম নারী। বৃহস্পতিবার ওই মামলায় শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্যদের খালাসের রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।