ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
লক্ষ্মীপুরে ইয়াবাসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজার থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার  (২৮ জানুয়ারি) রাত ৯ টার দিকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- মো. জামাল হোসেন (৩০) ও মো. শহিদ (২৮)।

আটক জামাল সদর উপজেলার আবিরনগর এলাকার শফিকুর রহমানের ছেলে। আর শহিদ জেলার রায়পুর উপজেলার রাখালিয়া এলাকার সেকান্তর মিয়ার ছেলে।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা এ সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তাদের আটক কর‍া হয়।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ওএইচ/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।