ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে আইনজীবী সমিতির নির্বাচনের ফল প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
নোয়াখালীতে আইনজীবী সমিতির নির্বাচনের ফল প্রকাশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী আইনজীবী সমিতির বার্ষিক নিবার্চনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে নোয়াখালী আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শামছুল আলম ভোট গণনা শেষে এ ফলাফলা ঘোষণা করেন।



নির্বাচনে বিএনপি ঐক্য প্যানেল সংখ্যা গরিষ্ঠ জয়লাভ করেছে। বিএনপি সমর্থিত ঐক্য প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ ১৯টি পদের মধ্যে ১৫টি পদে জয়লাভ করেছেন।

এরআগে, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অন‍ুষ্ঠিত হয়। এতে জেলা আইনজীবী সমিতির ৩শ ৭৯ জন ভোটার মধ্যে ৩শ ৭৫ জন তাদের ভোট দেন। জেলা আইনজীবী সমিতির সদস্যে ৪৪৪ জন।

জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদী-২০১৬ নিবার্চনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট আবদুর রহমান ১৯৯ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন ১৬৭ ভোট পেয়েছেন।

এদিকে, বিএনপি সমর্থিত অ্যাডভোকেট বাহার উদ্দিন সাধারণ সম্পাদক পদে ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট গোলাম আকবর ১৬৭ ভোট পেয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নিবার্চনে বিএনপি প্যানেলের সংখ্যা গরিষ্ঠ জয়লাভে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।