ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরী থেকে ২৪০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ধলেশ্বরী থেকে ২৪০ কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী থেকে বিক্রিনিষিদ্ধ ২৪০ কেজি জাটকা জব্দ করেছেন কোস্টগার্ডের পাগলা স্টেশনের সদস্যরা।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে নিয়মিত টহলের সময় ঢাকাগামী দু’টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।



কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব লেফটেনেন্ট হাসানুর রহমান বাংলানিউজকে জানান, এমভি ফারহান-২ ও এমভি ইয়াদ-৩ থেকে এসব জাটকা জব্দ করা হয়। জব্দ করা জাটকার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।