ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় দু’গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
শৈলকুপায় দু’গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২০

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশসহ ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ রাউন্ড গুলি ছুড়েছে পুলিশ।



শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে শৈলকুপার আওশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

গ্রামবাসী ও পুলিশ জানায়, জমি নিয়ে স্থানীয় সিরাজ হোসেন ও মক্কেল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে সকাল ৮টার দিকে উভয় পক্ষ ঢাল-শড়কী, রামদা, হাসুয়া লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পাঁচ পুলিশসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৭ রাউন্ড গুলি ছুড়েছে বলে জানা গেছে।

পরে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আবারো সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।