ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে লাইনচ্যুতের পর ফের ট্রেন চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
গাজীপুরে লাইনচ্যুতের পর ফের ট্রেন চলাচল শুরু (ফাইল ফটো)

গাজীপুর: দুই ঘণ্টা পর ঢাকা-রাজশাহী-ময়মনসিংহ রেল রুটে ট্রেন চালু হলেও জয়দেবপুর স্টেশনে গিয়ে বগি লাইনচ্যুত হওয়ায় পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বাংলনিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা মিরেরগাঁও এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা রাজশাহী রেল রুটে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ট্রেনটি মেরামত করা হয়ে সকাল সোয়া ১০ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। পুনরায় ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে প্রবেশমুখে পৌছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী- ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল ফের বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে ট্রেনটি উদ্ধার করে ওই লাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল ফের শুরু হয়।

বাংলাদেশ সময়:  ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
বিএস/

** ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
** ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।