পঞ্চগড়: জেলা পর্যায়ে শিশুদের অধিকার বাস্তবায়নের লক্ষে পঞ্চগড়ে জনসচেতনতা র্যালি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শিশু একাডেমি ও এনসিটিএরফ’র (ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স) উদ্যোগে পঞ্চগড় শিশু একাডেমি চত্বর থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়।
র্যালিতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দিন, এনসিটিএফ’র জেলা শাখার সভাপতি তানভীর হাসান তনু, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ মৃধা আকাশ, ভলান্টিয়ার রাশেদুল আলম, আয়েশা সিদ্দিকী চাঁদনী প্রমুখ অংশ নেন।
র্যালি শেষে জেলা শিশু একাডেমি হলরুমে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এনসিটিএফ পঞ্চগড় জেলা শাখার বিগত বছরের কার্যক্রমের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এএটি/পিসি