ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে র‌্যাব সদস্য মনসুরের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ঢামেকে র‌্যাব সদস্য মনসুরের মরদেহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) টহল গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত র‌্যাব সদস্য সার্জেন্ট মনসুরের (৩৫) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে তার মরদেহ ঢামেকে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়।



ঢামেক মর্গে থাকা র‌্যাব-১১’র  উপসহকারী পরিচালক (ডিএডি) শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে কনস্টেবল সোহেলের মরদেহ আনা হচ্ছে। আর সার্জেন্ট মনসুরের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে র‌্যাব-১১’র কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. আনোয়ার লতিফ খান বাংলানিউজকে বলেন, দু’জন নিহত ও ৬ র‌্যাব সদস্য আহত হয়েছেন।

এর মধ্যে গুরুতর অবস্থায় মাহফুজ ও রাসেল মিয়া নামে দু’জনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়, তাদের এখন চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।