ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
শাহবাগে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ ছবি: রানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ বছর করার দাবিতে শাহবাগে প্রায় দু’ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (জানুয়ারি ২৯) বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত শাহবাগ থানার সামনের রাস্তা অবরোধ করে এ দাবি জানান তারা।



শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। ‍

এ সময় অবরোধ থেকে দুই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে থানায় জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন ওসি আবু বকর।

বাংলাদেশ সময়: ১৬৩০  ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬, আপডেট: ২০৫৪ ঘণ্টা
এসজেএ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।