ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ডিজিটাল মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
পঞ্চগড়ে ডিজিটাল মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড়ে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা  হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় অডিটরিয়াম চত্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম মেলার উদ্বোধন করেন।



এরআগে এ উপলক্ষে বর্ণাঢ্য একটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়াম চত্বরে এসে শেষ হয়।

পরে অডিটরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম ও  নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বিকাশ বিশ্বাস।

মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।