ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রেমিকার আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
রাজশাহীতে প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রেমিকার আত্মহত্যা ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রেমিকা আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে অল্প সময়ের ব্যবধানে এ ঘটনা দু’টি ঘটে।

এতে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহত প্রেমিকের নাম তূর্য হোসেন। সে মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেহের হোসেন সুজার ছেলে।

তার মৃত্যুর খবর শুনে আত্মহত্যাকারী প্রেমিকার নাম কেয়া খাতুন। সে মহানগরীর ডাসমারী এলাকার আব্দুল মান্নানের মেয়ে।

দুপুরে সড়ক দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুর খবর শুনে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কেয়া। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে কেয়া মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তূর্য মোটরসাইকেল নিয়ে বিনোদপুর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় ইটবাহী একটি ট্রলির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তূর্যকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, দু’টি ঘটনাই তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কোনোপক্ষই থানায় অভিযোগ নিয়ে যায়নি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।