ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



মৃত দুই শিশু ওই গ্রামের রায়হান মিয়ার ছেলে সামির (৭) ও  নাসির (৫)।

স্থানীয়রা জানান, দুপুরে সামির ও নাসির দুই ভাই বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে ‍তারা পুকুরে পড়ে ডুবে যায়।

পরে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে তাদের মৃতদেহ ভেসে উঠলে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয়রা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, বিষয়টি তিনি জেনেছেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।