ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি সংসদে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি সংসদে

জাতীয় সংসদ ভবন থেকে: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে আন্দোলনকারীদের দাবি যৌক্তিক এবং সময়ের দাবি বললেন সরকার দলীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি।


 
সোমবার (০১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জিয়াউল হক মৃধা বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহাবাগে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। তাদের দাবি সময়ের দাবি। এই দাবি সবার। আশা করি এখানে সবাই এর সাথে একমত প্রকাশ করবেন।
 
তিনি বলেন, সরকারি চাকরীজীবীদের অবসরের বয়স বাড়ানো হয়েছে, কিন্তু প্রবেশের বয়সসীমা বাড়ানো হয় নাই। অবসরের বয়সসীমা বাড়লে, কোন য‍ুক্তিতে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়বে না?
 
সরকার দলীয় এই সংসদ সদস্য আরও বলেন, বিশ্বের অন্য অনেক দেশেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা অনেক বেশি হলেও, আমাদের দেশে ঔপনিবেশিক ধ্যান-ধারণা রয়েছে। আমাদের অনেক মেধাবী ছাত্র-ছাত্রী শুধু বয়স না থাকার কারণে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারছে না, এতে সরকার মেধাসম্পন্ন চাকরিজীবী থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সেশন জটের কারণে শিক্ষাজীবন শেষ করতে করতে বয়স শেষ হয়ে যাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।