ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় মাসব্যাপী বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
পাবনায় মাসব্যাপী বইমেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনায় মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী শুরু হয়েছে।  
 
বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে এ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

 
 
সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম সাইদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বই মেলার উদ্বোধন করেন।
 
বই মেলা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল নকিব চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিব ও মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হান্নান বক্তব্য রাখেন।  
 
এবারের বইমেলায় ২৮টি স্টল বই বিক্রির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গনে মুক্তমঞ্চে প্রতিদিন এক ঘণ্টা করে মুক্ত আলোচনা, সঙ্গীত, নৃত্য, নাটক, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলার প্রায় অর্ধশত সাংস্কৃতিক সংগঠন বিভিন্নভাবে মেলায় অংশগ্রহণ করবে।  
 
বেশ কয়েক বছর ধরেই পাবনায় মাসব্যাপী বইমেলা হয়ে আসছে। মাসব্যাপী এ বইমেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।  
 
এছাড়া, মেলার শুরুর দিন থেকে পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি ভবনে সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী চলবে। সেখানে পুরাতন ও দুর্লভ বই প্রদর্শিত হবে।   
 
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬    
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।