ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন

আবু তাহের সভাপতি ও সোহেল সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
আবু তাহের সভাপতি ও সোহেল সম্পাদক আবু তাহের ও সোহেল

কক্সবাজার: কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।   এতে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে পুন:নির্বাচিত হয়েছেন সমকালের কক্সবাজার অফিস প্রধান আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে পুন:নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল।



কমিটির নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ সভাপতি- দৈনিক আজকের কক্সবাজার এর নির্বাহী সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার ও কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা, সহ সাধারণ সম্পাদক দেশ টিভির কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ নজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের দেশ বিদেশ এর মফস্বল সম্পাদক দীপক শর্মা দীপু, কোষাধ্যক্ষ দৈনিক ইত্তেফাকের কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ জুনাইদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি নুপা আলম, দপ্তর সম্পাদক দৈনিক সকালের কক্সবাজার সম্পাদক ও মানবকন্ঠের স্টাফ রিপোর্টার ফরহাদ ইকবাল। কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আবদুল মাবুদ, সময় টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, চ্যানেল ২৪ এর কক্সবাজার প্রতিনিধি ইসমত আরা ইসু।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার তোফায়েল আহমদ মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
টিটি/টিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।