ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
বেগমগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভুল চিকিৎসায় সাজেদা আক্তার (৩২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাজেদার মৃত্যু হয়।



পরে এ ঘটনাকে কেন্দ্র করে বেগমগঞ্জের মিয়ারপুল সংলগ্ন লাইফ কেয়ার হসপিটালে দফায় দফায় হামলা ও ভা‍ঙচুর করেন মৃতের স্বজনেরা।

এদিকে, এ ঘটনার পর থেকেই ওই হাসপাতালের অভিযুক্ত চিকিৎসক, মালিক ও ম্যানেজার পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার উপজেলার জমিদারহাট এলাকার প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী সাজেদা আক্তারের প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে লাইফ কেয়ার হসপিটালে ভর্তি করেন।

ভর্তির পর ডা. মঞ্জুরুল হক প্রসূতিকে দ্রুত সিজার করার পরামর্শ দেন। রোববার ভোরে ডা. মঞ্জুরুল হক তার সহযোগী ডা. শরীফকে নিয়ে সাজেদার সিজার করেন।

সাজেদার স্বজনদের অভিযোগ, সিজারের সময় চিকিৎসকের ভুলে সাজেদার খাদ্যনালী ও জরায়ু কেটে ফেলা হয়। সোমবার সকালে প্রসূতি ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় পৌঁছালে সকাল ৯টার দিকে সাজেদার মৃত্যু হয়। এ খবরে প্রসূতির বিক্ষুব্ধ স্বজনরা  দফায় দফায় লাইফ কেয়ার হসপিটালে হামলা ও ভাঙচুর চালায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সাজেদার স্বজনদের সঙ্গে স্থানীয় একটি প্রভাবশালী মহল সমঝোতার চেষ্টা করছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।